Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন ৪৬ বীরাঙ্গনা


৪ আগস্ট ২০১৯ ১৬:২৩ | আপডেট: ৪ আগস্ট ২০১৯ ১৬:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন ৪৬ বীরাঙ্গনা। গত ২৯ জুলাই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৬২তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বীরাঙ্গনাদের এই স্বীকৃতি দেওয়া হয়। এর ফলে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা দাঁড়াল ৩২২ জন।

প্রকাশিত গেজেটে উল্লেখ করা হয়, ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০০২ (২০০২ সনের ৮নং আইন) এর ৭(ঝ) ধারা অনুযায়ী প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা, সরকার এতদ্বারা Rules of Business ১৯৯৬-এর Schedule-1 (Allocation of Business) এর তালিকা ৪১ এর ৫নং ক্রমিকে প্রদত্ত ক্ষমতাবলে ৪৬ (ছেচল্লিশ) জন বীরাঙ্গনার গেজেট প্রকাশ করল।’

বিজ্ঞাপন

স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনাদের মধ্যে রয়েছেন- টাঙ্গাইলের মোছা. রবিজান বেওয়া, কিশোরগঞ্জের আমেনা খাতুন, সিলেটের কোকিলা বেগম, রেজিয়া বেগম, মায়া বিবি, জয়গুন নেছা, ললিতা সমসুদ্র ও শহর বানু, ময়মনসিংহের জয়ন্তী বালা দেবী, দিনাজপুরের উম্মে কুলসুম বেওয়া, ফরিদপুরের আরতি রানী ঘোষ, বরগুনার দিপ্তী রানী পাল, যশোরের মোসা. সালেহা খাতুন, বাগেরহাটের তরুশীল, নাটোরের মালতি কস্তা, জয়পুরহাটের মোছা. ফিরোজা বেগম, চাঁপাইনবাবগঞ্জের মোসা. রহিমা বেগম, গোপালগঞ্জের রানী বণিক, বগুড়ার মীরা রানী সরকার, কুমিল্লার বেগম ফুলবানু, মাদারীপুরের চিন্তাময়ী বাড়ৈ ও আরতি রানী সাহা, পিরোজপুরের তারামনি মিস্ত্রী, নওগাঁর মায়া বালা, সুষমা বালা,ক্ষান্ত বালা পাল, রাশমনি সূত্রধর, রেনু বালা পাল, সন্ধ্যা রাণী পাল, সুষমা পাল, কালী রাণী পাল, গীতারাণী পাল ও বাণী রাণী পাল, চট্টগ্রামের বেগম রত্না চক্রবর্তী, রাজশাহীর মোছা. ফিরোজা বেগম, মোসা. আঙ্গুরা বেগম, নরসিংদীর জোসনা বেগম, হাছিনা, হাজেরা খাতুন, ঝিনাইদহের নিহারী, ব্রাহ্মণবাড়িয়ার হাজেরা ওরফে কুটি, শেরপুরের অজুফা ও মোছা. করফুলি, দিনাজপুরে মোছা. শেফালী বেগম, সিরাজগঞ্জের মোছা. আনোয়ারা বেগম এবং বগুড়ার মোসা. রহিমা খাতুন বেলী।

টপ নিউজ বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা স্বীকৃতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর