Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সচিব পদে পদোন্নতি পেলেন ৯ কর্মকর্তা


৪ আগস্ট ২০১৯ ১৭:০৬ | আপডেট: ৪ আগস্ট ২০১৯ ১৭:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ভারপ্রাপ্ত অতিরিক্ত সচিব পদমর্যাদার নয় কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। তারা আগের স্থানেই সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

রোববার (৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়।

অতিরিক্ত সচিব থেকে যারা পদোন্নতি পেয়েছেন তারা হলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুরক্ষা সেবা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. শহিদুজ্জামান, পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য (ভারপ্রাপ্ত সচিব) মো. জাকির হোসেন আকন্দ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. জাফর উদ্দিন, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত সচিব) উম্মুল হাসনা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কে এম আলী আজম।

বিজ্ঞাপন

এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) শেখ মুজিবুর রহমান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত সচিব শেখ ইউসুফ হারুন এবং বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) ভারপ্রাপ্ত সচিব মো. রকিব হোসেন।

টপ নিউজ পদোন্নতি সচিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর