Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রিমিয়ার ব্যাংক অস্ট্রেলিয়ান এডুকেশন ফেয়ার’ অনুষ্ঠিত


৪ আগস্ট ২০১৯ ১৮:৩২

ঢাকা: দেশের অন্যতম বড় শিক্ষা মেলা ‘প্রিমিয়ার ব্যাংক অস্ট্রেলিয়ান এডুকেশন ফেয়ার- ২০১৯’ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ আগস্ট) লেকশোর হোটেল গুলশানে এ মেলার আয়োজন করা হয়।

মেলাতে অস্ট্রেলিয়া ও মালেশিয়ার ১৭টি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এবং অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ড অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা একই স্থানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আবেদন প্রক্রিয়াসহ অন্যান্য তথ্য জানতে পারছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান শিক্ষা মেলার উদ্বোধন করেন। এসময় প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার চৌধুরী, শাহেদা হাইয়ার এডুকেশন কনসালটেন্সির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহেদা আহমেদ, অস্ট্রেলিয়ান এডুকেশন সার্ভিসের প্রতিষ্ঠাতা এবং সিইও শুভাশিস চাকমা, প্রিমিয়ার ব্যাংকের ব্রান্ড মার্কেটিং এবং কমিউনিকেশন প্রধান মো. তারেক উদ্দিন, রিটেইল বিভাগের ভিপি রেজয়ান আহমেদ এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার ক্ষেত্রে সঠিক নির্দেশনা দিতে এই এডুকেশন ফেয়ার আয়োজন করে শাহেদা হাইয়ার এডুকেশন কনসালটেন্সি এবং অস্ট্রেলিয়ান এডুকেশন সার্ভিস। এই এডুকেশন ফেয়ারে ছিল বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির সঙ্গে কথা বলার সুযোগ, স্পট অ্যাডমিশন, বিভিন্ন সেবার ওপর বিশেষ ছাড়।

এছাড়াও ছিল বিদেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ভর্তির সুযোগ।

প্রিমিয়ার ব্যাংক শিক্ষা মেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর