বেশি দামে অডোমস বিক্রি, ৩ ফার্মেসি সিলগালা
৪ আগস্ট ২০১৯ ২০:২০
ঢাকা: তিন থেকে পাঁচগুণ বেশি দামে মশা প্রতিরোধী অডোমস ক্রিম বিক্রির অভিযোগে রাজধানীর তিনটি ফার্মেসিতে সিলগালা করা হয়েছে। রোববার (৪ আগস্ট) রাজধানীর কলাবাগান এলাকায় বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে তাদের সিলগালা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপপরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার ক্রেতা সেজে বেশি দামে অডোমস কেনার পর দেশ ফার্মেসি, সুইস ফার্মেসি ও মাই ফার্মেসিকে সিলগালা করেন।
অভিযানে আরও অংশ নেন সহকারী পরিচালক আফরোজা রহমান ও আব্দুল জব্বার মন্ডলসহ অন্য কর্মকর্তারা।
মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, আমরা যখন ক্রেতা সেজে ওষুধ কিনেছি তখন ফার্মেসিগুলো আমাদের কোনো রসিদ দেয়নি। এটাও একটি অপরাধ। এরপর তিনটি ফার্মেসিতে বেশি দামে অডোমস বিক্রি হতে দেখেছি। ১২৫ টাকার অডোমস কিনেছি ৩০০ টাকা, ৩৫০ টাকা এমনকি ৫০০ টাকায়ও বিক্রি করছেন কেউ কেউ। এটা তো হতে পারে না। তাই আমরা ফার্মেসি তিনটিকে সিলগালা করে দিয়েছি।
তিনি বলেন, ‘দেশে একটি সমস্যা তৈরি হলে কিছু ব্যবসায়ী এভাবে পণ্যের দাম বাড়িয়ে দেন, পণ্যের কৃত্রিম সংকট তৈরি করেন- এগুলো তো মানা যায় না। তাই আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পক্ষ থেকে অভিযান পরিচালনা করছি। ফার্মেসিগুলো সাময়িকভাবে বন্ধ করে দিয়েছি। সোমবার মালিকদের আমাদের অফিসে ডেকেছি। জরিমানা তো হবেই, সঙ্গে এদের বিরুদ্ধে আর কী ব্যবস্থা নেওয়া যায় সেটাও সিদ্ধান্ত হবে।’
একই সঙ্গে বৃহত্তর জাতীয় স্বার্থে নির্দিষ্ট ও সহনীয় দামে মশক সম্পর্কিত ওষুধ বিক্রি করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার। অন্যদিকে কোথাও যদি বেশি দামে এসব পণ্য বিক্রি হতে দেখেন কোনো নাগরিক, তাহলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে অভিযোগ দায়েরের পরামর্শও দেন এই কর্মকর্তা।