Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু ও বাংলাদেশ অবিচ্ছেদ্য ইতিহাস: বস্ত্র ও পাটমন্ত্রী


৪ আগস্ট ২০১৯ ২০:১৯

ফাইল ছবি

ঢাকা: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ অবিচ্ছেদ্য ইতিহাস। তাই বঙ্গবন্ধুর চিন্তা, আদর্শ ও দর্শন বাংলাদেশের সকল স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে।

রোববার (৪ আগস্ট) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ‘জাতীয় শোক দিবস’ পালনের কর্মসূচি চূড়ান্তকরণের সভায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

এ সময় গোলাম দস্তগীর গাজী বলেন বলেন, ‘স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালন করতে হবে। ‘

সভায় অন্যান্যের মধ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব রীনা পারভীন, বিজেএমসির চেয়ারম্যান শাহ মোহাম্মদ নাসিম, তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, বিটিএমসির চেয়ারম্যান ব্রি. জে. মোহাম্মদ কামরুজ্জামান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থার প্রধানরাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গোলাম দস্তগীর গাজী বঙ্গবন্ধু ও বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর