চট্টগ্রামে দু’দিনব্যাপী মুক্তিযুদ্ধের আবৃত্তি উৎসব শুরু
৪ আগস্ট ২০১৯ ২২:৪৪
চট্টগ্রাম ব্যুরো: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে চট্টগ্রামে দু’দিনব্যাপী মুক্তিযুদ্ধের আবৃত্তি উৎসব শুরু হয়েছে। চট্টগ্রামের ৩৭টি আবৃত্তি সংগঠনের পৃথক দু’টি মোর্চা সম্মিলিত আবৃত্তি জোট ও সম্মিলিত আবৃত্তি পরিষদ এই উৎসবের আয়োজন করেছে।
রোববার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই উৎসব শুরু হয়। উদ্বোধন করেন শহীদ জায়া বেগম মুশতারি শফী। শুরুতে শিল্পকলা প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর শোকর্যালি বের হয়।
উদ্বোধনী পর্বের প্রধান অতিথি একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ড. অনুপম সেন বলেন, ‘বঙ্গবন্ধু এদেশের মানুষকে জাগিয়েছেন এক সুন্দরের স্বপ্নে। তিনি এক মহান সময়ের জনক। তাঁর স্বপ্নের বাংলাদেশ গড়ার যাত্রায় আমরা শামিল আছি।’
বেগম মুশতারি শফী বলেন, ‘বঙ্গবন্ধু এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম- উচ্চারণে বাঙালিকে জাগিয়েছেন। লক্ষ মানুষ তাঁর ডাকে প্রাণ দিয়েছেন। বাঙালি কখনো পিছু হটেনি। যুদ্ধ করে দেশকে শত্রুমুক্ত করেছে। কিন্তু এখনো রাজাকার এবং তাদের অনুসারীরা ঘাঁপটি মেরে আছে। ছদ্মবেশ নিয়ে তারা ঢুকে পড়েছে বিভিন্ন জায়গা।’
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ বলেন, ‘বাংলাদেশের সংস্কৃতিকর্মীরা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেনি। মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতাও করেনি। তারা রাজাকারের বিচারের দাবিতে সবসময় মাঠে আছে। কিন্তু সংষ্কৃতিকর্মী নামধারী কিছু দুষ্টচক্র বাইরে থেকে মুক্তিযুদ্ধের বিরোধীপক্ষের কাতারে দাঁড়িয়েছে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক ও সম্মিলিত আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সভাপতি রাশেদ হাসান। আবৃত্তিশিল্পী দেবাশীষ রুদ্র ও মাহফুজুর রহমান মাহফুজের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রাম’র সভাপতি হাসান জাহাঙ্গীর ও সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রাম’র সাধারণ সম্পাদক মসরুর হোসেন।
সোমবার উৎসবের দ্বিতীয় দিনে অনুষ্ঠান শুরু হবে বিকেল পাঁচটায়। শেষ হবে রাত নয়টায়।