জামালপুরে বিএনসিসি ক্লাবের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
৫ আগস্ট ২০১৯ ০৪:১৭
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর প্রাক্তন সদস্যদের নিয়ে গঠিত সংগঠন বিএনসিসি ক্লাবের উদ্যোগে জামালপুরে বন্যা কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। শনিবার (৪ আগস্ট) জামালপুর জেলার সদর উপজেলার রানাগাছা ইউনিয়নে এই ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ ও আলোচনা সভার প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম বলেন, ‘বন্যার কবল থেকে রেহাই পেতে আগে থেকেই কিছু টাকা ও খাদ্য সঞ্চয় করে রাখা ভালো। গবাদি পশুর জন্য বাড়ির পাশে নির্দিষ্ট একটি জায়গা উঁচু করে রাখা যায়।’ তিনি বলেন, দেশের দুর্যোগ মোকাবেলায় বিএনসিসি ক্লাব এক উজ্জ্বল দৃষ্টান্ত। দেশের অন্যান্য সংগঠনকে বিএনসিসি ক্লাবের মতো দেশের সংকট সময়ে হাল ধরার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিএনসিসি ক্লাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. মোশারফ হোসেন ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনসিসি ক্লাব কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. আজিবুর রাহমান রাজিব।
বন্যয় ক্ষতিগ্রস্থ ঘর-বাড়ি মেরামত করা, বাড়ির আঙ্গিনা থেকে ময়লা পরিষ্কার করা, পয়ঃনিষ্কাশন পদ্ধতি মেরামত করা, কৃষিকাজ ত্বরান্বিত করতে ঋণগ্রহণ করা, জীবিকা নির্বাহ করার জন্য কাজের সন্ধান করার ব্যাপারে পরামর্শ দেন বক্তারা।
সারাবাংলা/টিসি