Friday 23 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় হজে যাওয়া বাতিল করলেন স্বাস্থ্য সচিব


৫ আগস্ট ২০১৯ ০৪:২৬

ঢাকা: স্ত্রীকে নিয়ে এবার হজে যাওয়ার কথা ছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামের। কিন্তু দেশের সব জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় হজ যাত্রা বাতিল করলেন তিনি।

রোববার (৪ আগস্ট) বিকেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন। এই প্রতিনিধি দলের অংশ ছিলেন মো. আসাদুল ইসলাম। ১০ সদস্যের এই প্রতিনিধি দলটি গঠিত হয়েছিল হজ ব্যবস্থাপনা কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনা দেওয়ার জন্য।

বিজ্ঞাপন

হজে যাওয়া বাতিল করা বিষয়ে মো. আসাদুল ইসলাম বলেন, ‘বাতিল করেছি। বেঁচে থাকলে আগামীবার যাওয়া যাবে। কিন্তু এই পরিস্থিতিতে যাওয়া সমীচীন মনে করছি না।’

সিইসি’র নেতৃত্বে যাওয়া প্রতিনিধি দলের সদস্যরা হলেন, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো.আবদুল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. হাফেজ রুহুল আমীন মাদানী, কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী ও রত্না আহমেদ, ধর্ম সচিব মো. আনিছুর রহমান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মো. আজিজুর রহমান।

সারাবাংলা/এসবি

মো. আসাদুল ইসলাম স্বাস্থ্য সচিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর