চিকিৎসকের পরামর্শ ছাড়া ডেঙ্গু পরীক্ষা নয়
৫ আগস্ট ২০১৯ ০৭:১৩
ঢাকা: চিকিৎসকের পরামর্শ ছাড়া ডেঙ্গু পরীক্ষা না করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। ঢালাওভাবে সব ধরনের রোগীর এনএস-ওয়ান পরীক্ষার কারণে কিটের অপচয় হওয়ায় চিকিৎসকের পরামর্শ নেওয়ার এই আহ্বান জানানো হয় স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
রোববার (৪ আগস্ট) সারা দেশে ছড়িয়ে পড়া ডেঙ্গু জ্বর মোকাবিলার লক্ষ্যে আয়োজিত নিয়মিত সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ অনুরোধ জানান স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা। সভাটি জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও অ্যাডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় আয়োজিত হয় স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার কনফারেন্স রুমে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সারা দেশের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ঢালাওভাবে সব ধরনের রোগীর এনএস-ওয়ান পরীক্ষা করা হচ্ছে। এ কারণে পরীক্ষায় ব্যবহৃত কিটের অপচয় হচ্ছে। এ কারণে চিকিৎসকের পরামর্শ ছাড়া ডেঙ্গু রোগের পরীক্ষা না করার অনুরোধ জানানো হয়েছে।’
সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা.আবুল কালাম আজাদ। এতে উপস্থিত ছিলেন অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. সানিয়া তহমিনা, ডা. সমীর কান্তি, মো. রুহুল আমিন এবং জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও অ্যাডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. এম এম আক্তারুজ্জামান।
স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সহযোগিতায় সোমবার (৫ আগস্ট) সারা দেশের ১৩টি সরকারি মেডিকেল কলেজের ও জেলা ও সদর হাসপাতালের চিকিৎসকদের ন্যাশনাল গাইডলাইন অনুযায়ী ডেঙ্গুর ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। ৭ আগস্ট ও ৮ আগস্ট একই প্রশিক্ষণ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫১টি জেলার সদর হাসপাতাল এবং উপজেলা হাসপাতালের চিকিৎসকদেরও দেওয়া হবে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
সারাবাংলা/এসবি