Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলাবাগানে এসি বিস্ফোরণে দুই শিশুসহ বাবা-মা দগ্ধ


৫ আগস্ট ২০১৯ ০৯:১৯

ঢাকা: রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগান এলাকার একটি বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

সোমবার (৫ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন, মনিরুজ্জামান লিটন (৩৮), তার স্ত্রী টুম্পা আক্তার (৩০), মেয়ে লাইবা (৭) ও লিবান (৮মাস)।

প্রতিবেশি মো. মাসুম জানান, লিটন পেশায় একজন যাদুশিল্পী।  কাঁঠালবাগানের বক্স কালভার্ট রোডের চারতলা একটি বাসার দ্বিতীয় তলায় পরিবারের সদস্যদের নিয়ে বাস করেন তিনি। ভোরে ওই বাসা থেকে জোরে আওয়াজ শুনতে পান প্রতিবেশিরা। কিছুক্ষণ পর ধোঁয়াও বের হতে থাকে। পরে বাসার ভেতর থেকে চারজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢঅমেকে নিয়ে যান তারা।

মোহাম্মাদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রায়হানুল আশরাফ বলেন, ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের চিহ্ণ দেখলেও আগুন দেখতে পাননি তারা। ধারণা করছেন, ঘরের ভেতর লাগানো এসি বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী উপপরিদর্শক আব্দুল খান বলেন, কলাবাগান থেকে দুই শিশুসহ চারজনকে দগ্ধ অবস্থায় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এর মধ্য লিটনের শরীরের ৫০ শতাংশে, টুম্পার ২৫, লাইবার ১৭ শতাংশ ও লিবানের ৭ শতাংশ দগ্ধ হয়েছে।

 

এসি বিস্ফোরণ টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর