Friday 25 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোরবানির হাটে গরু নামিয়ে ইয়াবা নিয়ে ফেরার পথে ধরা


৫ আগস্ট ২০১৯ ১৩:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: কুষ্টিয়া থেকে চট্টগ্রামের কোরবানির হাটে আনা গরু নামিয়ে ট্রাকে করে ইয়াবা নিয়ে ফেরার পথে একজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। ট্রাকটিতে তল্লাশি করে ১০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে।

রোববার (৪ আগস্ট) রাত ১১টার দিকে নগরীর দেওয়ানহাট এলাকায় ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ইয়াবা জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের পশ্চিম জোনের এএসআই সন্তু শর্মা।

গ্রেফতার মো. রসিদুল ইসলাম ওই ট্রাকের চালক বলে তিনি জানিয়েছেন।

এএসআই সন্তু সারাবাংলাকে বলেন, রসিদুল শনিবার (৩ আগস্ট) গরু নিয়ে কুষ্টিয়া থেকে চট্টগ্রামে আসেন। গরুগুলো কর্ণফুলী থানার মইজ্যারটেক বাজারে নামিয়ে দিয়ে তিনি ট্রাক নিয়ে চলে যান কক্সবাজারের পানিরছড়া বাজারে। সেখান থেকে ইয়াবা নিয়ে রোববার রাতে ফিরছিলেন কুষ্টিয়ায়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ট্রাকটিকে নগরীর চাক্তাই এলাকায় থামানোর সংকেত দেয়।

বিজ্ঞাপন

‘এসময় রসিদুল ট্রাক না থামিয়ে দ্রুতগতিতে সেটি চালিয়ে পালানোর চেষ্টা করে। মোটর সাইকেল নিয়ে ধাওয়া করে দেওয়ানহাট এলাকায় তায়েফ হোটেলের সামনে এসে ব্যারিকেড দিয়ে আমরা ট্রাকটি আটক করতে সক্ষম হয়। এসময় চালকের সিটের নিচে রাখা ১০ হাজার ইয়াবা আমরা উদ্ধার করি’, যোগ করেন এএসআই।

এই ঘটনায় নগরীর ডবলমুরিং থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ইয়াবা কোরবানির পশুর হাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর