কুমিল্লায় নতুন ডেঙ্গু রোগী ২৯ জন, মোট ভর্তি ৮৬
৫ আগস্ট ২০১৯ ১৩:৩৮
কুমিল্লা: কুমিল্লায় গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে নতুন ২৯ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট চিকিৎসাধীন আছেন ৮৬ জন।
সোমবার (৫ আগস্ট) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. স্বপন কুমার অধিকারী সারাবাংলাকে এই তথ্য জানিয়েছেন।
তিনি আরও বলেন, কুমিল্লার বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত ২১৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এরমধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন ৯৯ জন। আক্রান্ত রোগীদের মধ্যে কারোর অবস্থা আশঙ্কাজনক নয়।
তিনি আরও জানান, হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ বেড সংখ্যা না থাকায় সাধারণ রোগীও বেড সংকটে ভুগছেন। তাছাড়া ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়াতে এ পর্যন্ত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি ওয়ার্ডেই চার শতাধিক ব্যক্তির রক্ত পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে মাত্র ১৩ জনের ডেঙ্গু সনাক্ত হয়েছে।