ঝিনাইদহে বন্দুক ও গুলিসহ হত্যা মামলার ২ আসামি গ্রেফতার
৫ আগস্ট ২০১৯ ১৪:৩৩
ঝিনাইদহ: ঝিনাইদহে জামিরুল ইসলাম হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে ঝিনাইদহ গোয়েন্দা পুলিশ। এ সময় আসামিদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত বন্দুক, গুলি ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
সোমবার (৫ আগস্ট) দুপুরে ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানান।
গ্রেফতার হওয়া আসামিরা হলেন- মৃত সামাদ আলীর ছেলে নাসির উদ্দিন ও মৃত আওলাদ আলীর ছেলে আজিজুল।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, চলতি বছরের এপ্রিলের ১৯ তারিখ রাতে সদর উপজেলার কুবিরখালী গ্রামের মজনু মন্ডলের ছেলে জামিরুল ইসলাম বাড়ির ফেরার সময় সন্ত্রাসীদের গুলিতে মারা যায়। পরে সন্ত্রাসীরা তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের পরপরই মূল পরিকল্পনাকারীসহ ৫ জন গ্রেফতার হয়। দীর্ঘ ৪ মাস তদন্তের পর গতরাতে হরিনাকুন্ডু উপজেলার রামচন্দ্রপুর গ্রাম থেকে হত্যা মামলার আসামি আজিজুলকে ৫ রাউন্ড গুলি ও একটি বিদেশি বন্দুকসহ গ্রেফতার করা হয়। একইসময় নাসির উদ্দিনকে একটি মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়। আসামিরা উদ্ধারকৃত বন্দুক জামিরুলকে হত্যায় ব্যবহৃত হয়েছিলো এবং মোটরসাইকেলটি জামিরুলের বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে।
তিনি আরও জানান, নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটেছিল।
গুলি ও মোটরসাইকেল উদ্ধার জামিরুল ইসলাম হত্যা ঝিনাইদহ হত্যা মামলার আসামি গ্রেফতার হত্যাকাণ্ডে ব্যবহৃত বন্দুক