Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেক্সটাইল ট্যালেন্ট হান্ট-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত


৫ আগস্ট ২০১৯ ২০:৩৪

ঢাকা: বস্ত্রশিল্পের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘টেক্সটাইল ট্যালেন্ট হান্ট’ ২০১৭-১৮ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ আগস্ট) উত্তরা ক্লাব ফ্যামিলি লাউঞ্জে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে তিনজনকে বিভিন্ন পর্যায়ে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদুল ইসলাম। এছাড়া প্রথম ও দ্বিতীয় রানার্স-আপ হয়েছেন যথাক্রমে ফাহমিদা ফাইজা ফাহমি ও নীপা খায়ে। এরা দুজনও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়ন রাশেদুল ইসলাম পুরস্কার হিসেবে পেয়েছেন ৭৫ হাজার টাকা মূল্যের একটি চেক। আর প্রথম ও দ্বিতীয় রানার্স-আপ পেয়েছেন যথাক্রমে ৪০ ও ২৫ হাজার টাকার চেক।

প্রতিযোগিতার দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে একেবারে শেষ ধাপে এসে সেরা প্রতিভাদের মধ্যে সর্বশেষ ৫ জন তাদের গবেষণা প্রকল্প এই পর্বে উপস্থাপন করে। বিচারকরা প্রতিযোগীদের প্রকল্প উপস্থাপন ও প্রশ্নোত্তরের ভিত্তিতে প্রাপ্ত পয়েন্ট ও আগের রাউন্ডের পয়েন্টের সমষ্টির ভিত্তিতে বিজয়ী নির্বাচন করেন।

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) উপ-উপাচার্য ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আবুল কাশেম।

প্রধান অতিথি অধ্যাপক মো. আবুল কাশেম বাংলাদেশ টেক্সটাইল টুডে কর্তৃপক্ষকে এরূপ গবেষণা নির্ভর প্রতিযোগিতা আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘টেক্সটাইল টুডে হলো গভীর শিকড়যুক্ত বৃক্ষের মতো। যেটি বহু ঝড়-ঝাপটা পাড়ি দিয়ে এমন এক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যা বস্ত্রশিল্পকে নতুন নতুন উদ্ভাবনের দিকে উৎসাহিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

বিজ্ঞাপন

টেক্সটাইল ট্যালেন্ট হান্ট ২০১৭-১৮’র গ্র্যান্ড ফিনালের আয়োজক টেক্সটাইল টুডে ও মাসিক মসলিন এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক তারেক আমিন বলেন, ‘টেক্সটাইল ট্যালেন্ট হান্টের মাধ্যমে আমরা নতুনদের আরও বেশি করে ইন্ডাস্ট্রিতে সম্পৃক্ত করতে পারছি। আমাদের ৭ম টেক্সটাইল ট্যালেন্ট হান্ট হবে নতুন আঙ্গিকে। যেটির একটি বিশেষ উদ্দেশ্য হবে পোশাক শিল্পের জন্য নতুন নেতৃত্ব তৈরি করা।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ ফখরুল হাসান; অউকো-টেক্সস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সোবহান; এপিএস গ্রুপের চেয়ারম্যান মো. হাসিব উদ্দিন; টিম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ হিল রাকিব; মাসকো গ্রুপের নির্বাহী পরিচালক এটিএম মাহবুবুল আলম চৌধুরী; ডাইসিন গ্রুপের পরিচালক আমানুর রহমান এবং সুইস কালার্স বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার এস এম হাফিজুর রহমান নিক্সন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর