ভরিতে আরও ১ হাজার ১৬৭ টাকা বাড়ল স্বর্ণের দাম
৬ আগস্ট ২০১৯ ০৯:১৮
ঢাকা: দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় প্রতি ভরি স্বর্ণে এখন বাড়তি গুণতে হবে ১ হাজার ১৬৭ টাকা। এতে ২২ ক্যারেটের স্বর্ণের ভরি দাঁড়িয়েছে ৫৪ হাজার ৫৩০ টাকা।
মঙ্গলবার (৬ আগস্ট) থেকে সারা দেশে নতুন এ দাম কার্যকর হয়েছে।
গতকাল সোমবার রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বৃদ্ধির ঘোষণা দেয়। গত ২৩ জুলাই স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা টাকা বৃদ্ধি করেছিল জুয়েলার্স সমিতি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি অব্যাহত থাকা ও স্থানীয় বিলিয়ন মার্কেটে দাম বাড়ায় দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সোনা, রূপা ও প্লাটিনাম এই দামে বিক্রি করতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
নতুন দামে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ ৫৪ হাজার ৫৩০ টাকা, ২১ ক্যারেট ৫২ হাজার ১৯৭ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ৪৭ হাজার ১৮২ টাকায়। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিতে বিক্রি হবে ২৭ হাজার ৯৯৪ টাকায়।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালা বলেন, ‘আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর গত এক দশকের মধ্যে এখন সর্বোচ্চ। দেশের বুলিয়ন মার্কেটেও দাম বেড়েছে। তাই স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।’