Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনপরিসরে বন্দুক হামলা: জাতি এবং বর্ণ বিদ্বেষকে দুষছেন ট্রাম্প


৬ আগস্ট ২০১৯ ১৪:০০ | আপডেট: ৭ আগস্ট ২০১৯ ১৯:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সম্প্রতি টেক্সাস এবং ওহাইওর জনপরিসরে বন্দুক হামলার পর, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে ভাষণে জাতিগত ও বর্ণ বিদ্বেষ এবং ঘৃণা ছড়ানোর রাজনীতিকে দোষারোপ করেছেন। সোমবার (৫ জুলাই) হোয়াইট হাউজ থেকে দেওয়া এক ভাষণে তিনি এ দাবি করেন। খবর বিবিসির।

এ ভাষণে ট্রাম্প বলেন, এত মানুষের মৃত্যুতে বন্দুকের গুলির কোন দায় নেই। মানসিক অসুস্থ্যতা এবং পুঞ্জীভূত ঘৃণা থেকেই এইসব হত্যাকান্ড ঘটছে। এছাড়াও, হামলাকারীদের জন্য মৃত্যুদণ্ডের বিধান রেখে অস্ত্র আইন সংস্কারের ব্যাপারে উভয় দলের সহযোগীতা কামনা করেন তিনি।

তিনি আরও বলেন, আমেরিকায় জাতি ও বর্ণ বিদ্বেষ এবং ঘৃণার রাজনীতির মত ভ্রান্ত বিশ্বাসের কোন স্থান নেই।

বিজ্ঞাপন

তবে, কংগ্রেসে প্রস্তাবিত অস্ত্র নিয়ন্ত্রণ বিলের ব্যাপারে তিনি কোন প্রকাশ্য সমর্থন দেননি।

টেক্সাসে জনপরিসরে বন্দুক হামলাকারী আটক হওয়ার কিছুক্ষণ আগেই প্রেসিডেন্ট ট্রাম্প জাতির উদ্দেশ্যে এ ভাষণ দিচ্ছিলেন।

এদিকে, হাসপাতালে হামলার শিকার আরও দুই জনের মৃত্যুর পর টেক্সাস এবং ওহাইওতে বন্দুক হামলায় মোট মৃতের সংখ্যা ৩৩ এ পৌছালো।

ওহাইও ঘৃণার রাজনীতি জাতি বিদ্বেষ টেক্সাস ডোনাল্ড ট্রাম্প বন্দুক হামলা বর্ণ বিদ্বেষ মার্কিন যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর