Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মশা নিধনে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু


৬ আগস্ট ২০১৯ ১৫:৪৭ | আপডেট: ৬ আগস্ট ২০১৯ ১৫:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাট: জয়পুরহাটে মশা নিধন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। মৃত তরুণের নাম জাহিদুল ইসলাম (২৪) । সে সদর উপজেলার সগুনা গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (৬ আগস্ট) সকালে জয়পুরহাট সদর উপজেলার সগুনা গ্রামের এ দূর্ঘটনাটি ঘটে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত জাহিদুল ইসলামের পরিবারের বরাত দিয়ে ওসি জানান, ডেঙ্গু আতঙ্কে জাহিদুল ইসলাম বাড়ির পাশে মশা নিধনের জন্য ঝোঁপ-জঙ্গল পরিষ্কার করছিলেন। এ সময় আগে থেকে পড়ে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সংযোগকৃত তারের সঙ্গে জড়িয়ে গুরুতর আহত হোন জাহিদুল। এ সময় তাকে দ্রুত উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বিদ্যুতপৃষ্ট হয়ে তরুণের মৃত্যু মশা নিধন মশা নিধনে গিয়ে তরুণের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর