Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাস্তায় দেরি, দোকানির ছুরিকাঘাতে ক্রেতার মৃত্যু


৬ আগস্ট ২০১৯ ১৫:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার: নাস্তা দিতে দেরি হওয়ায় কথা-কাটাকাটির জেরে দোকানির ছুরিকাঘাতে খুন হয়েছেন আব্দুল করিম (৩২) নামের এক ব্যক্তি। মঙ্গলবার (০৬ আগস্ট) সকাল সাড়ে ৭ টার দিকে কক্সবাজারের মহেশখালীতে এই ঘটনা ঘটে। ঘাতক দোকানি আব্দুর শুক্কুরকে (৩৫) আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও মহেশখালী থানার ওসি প্রভাস চন্দ্র ধর এই ঘটনার সত্যতা নিশ্চিত হয়েছেন।

তিনি বলেন, সকালে আব্দুর শুক্কুরের চায়ের দোকানে নাস্তা করতে যান আব্দুল করিম। নাস্তা দিতে দেরি হওয়ার এ নিয়ে দুই জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চায়ের দোকানি আব্দুর শুক্কুর রান্নাঘর থেকে ছুরি এনে আব্দুর করিমের বুকে ছুরিকাঘাত করে ও পালিয়ে যায়। এদিকে লোকজন আহত আব্দুর করিমকে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন

অন্যদিকে স্পিডবোটে করে পালানোর প্রস্তুতি নিচ্ছিল হত্যাকারী আব্দুর শুক্কুর। স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

মৃত আব্দুল করিমের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কক্সবাজার তুচ্ছ বিষয়ে খুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর