Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপারি বাগানে হাতবাঁধা অবস্থায় পাওয়া গেলো শিশুটিকে!


৬ আগস্ট ২০১৯ ১৯:০১

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ঘুমন্ত বাবা-মায়ের পাশ থেকে চুরি যাওয়া শিশু মিনহাজকে হাতবাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। তবে পাঁচ লাখ টাকা মুক্তিপণ চাওয়া ‘অপহরণকারী চক্রের’ কাউকে আটক করা যায়নি।

মঙ্গলবার (৬ আগস্ট) ভোর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি এলাকার একটি সুপারি বাগান থেকে শিশু মিনহাজকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পরপরই শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শিশু মিনহাজের বাবা মামুন হোসেন সারাবাংলাকে বলেন, ‘অপহরণের ১২ ঘণ্টা পর আমার আদরের ধন মিনহাজকে হাতবাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ। আমি জানতে চাই আমার শিশুর অপরাধ কী? তাকে কেন অপহরণের শিকার হতে হয়েছে? পুলিশকে ধন্যবাদ জানাই আমার সন্তানকে জীবিত অবস্থায় আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। পাশাপাশি ঘটনার সাথে জড়িত সবার গ্রেফতারের দাবি জানাচ্ছি।’

শিশুটির চাচা জয়নাল সারাবাংলাকে জানান, মিনহাজকে অপহরণের পর পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরনকারীরা। তাদের দাবীকৃত মুক্তিপণের টাকা দেওয়ার আশ্বাসের পর অপহরনকারীরা শিশুটিকে ফিরে পেতে একেকবার একেক জায়গায় যাওয়ার কথা বলেন। হঠাৎ স্থানীয় এক সুপারি বাগানে হাতবাঁধা অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজিজুর রহমান মিয়া সারাবাংলাকে বলেন, ‘সকাল থেকেই অপহৃত শিশুটিকে উদ্ধার করতে পুলিশ সুপারের নেতৃত্বে বিভিন্নস্থানে সাড়াঁশি অভিযান চালিয়ে উদ্ধারে নামি আমরা। এরপর একটি সুপারি বাগান থেকে হাতবাঁধা অবস্থায় শিশুটিকে উদ্ধার হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনার একটি মামলা হয়েছে ও জড়িতদের দ্রুত গ্রেফতারে অভিযান চলছে। আশা করি, অপহরণকারীরা দ্রুত গ্রেফতার হবে।

বিজ্ঞাপন

১২ ঘন্টা পর উদ্ধার চুরি যাওয়া শিশু লক্ষ্মীপুর সুপারি বাগান থেকে উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর