Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হলি আর্টিজান মামলা: আসামি নিজেই জেরা করলেন সাক্ষীদের


৬ আগস্ট ২০১৯ ২১:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা মামলায় তিন পুলিশ সদস্যকে জেরা করেছেন আসামি শরিফুল ইসলাম খালেক।

শরিফুল ইসলাম খালেকের পক্ষে কোনো আইনজীবী না থাকায় আদালতের অনুমতি নিয়ে তিনি নিজেই আসামিদের জেরা করেন।

বুধবার (৬ আগস্ট) দুপুরে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান আদালতে এই মামলায় জব্দ আলামত জমা দেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরিদর্শক হুমায়ুন কবির, উপপরিদর্শক (এসআই) জয়নুল আবেদীন এবং পুলিশ কনস্টেবল আশরাফুল আলম। এদিন তাদের সাক্ষ্যও রেকর্ড করা হয়।

হুমায়ুন কবির বলেন, ২০১৬ সালের ২ জুলাই ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে গুলশানের হলি আর্টিজান বেকারির প্রথম ও দ্বিতীয় তলা থেকে নিহত ব্যক্তিদের মোবাইল, ব্যাগ, ল্যাপটপসহ ২৫ রকম আলামত আমি জব্দ করি। সে সময় আমার সঙ্গে দুইজন সাক্ষী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এসআই জয়নুল আবেদীন বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে আমি জব্দ আলামতের তালিকা তৈরি করেছিলাম।

এই মামলায় এখন পর্যন্ত রাশেদ ওরফে র‍্যাশ, রাকিবুল ইসলাম ওরফে রিগ্যান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, মিজানুর রহমান ওরফে বড় মিজান, হাদিসুর রহমান ওরফে সাগর, আবদুস সবুর খান ওরফে সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজ, শরিফুল ইসলাম খালেদ ও মামুনুর রশিদ রিপনকে গ্রেফতার করা হয়েছে। এদিন কারাগার থেকে তাদের আদালতে হাজির করা হয়।

আদালত আগামী ২০ আগস্ট এই মামলার শুনানির জন্য পরবর্তী দিন ঠিক করেছেন।

গুলশানের হলি আর্টিজান বেকারিতে ২০১৬ সালের ১ জুলাই রাতে হামলা চালায় জঙ্গিরা। এতে ইতালির ৯ জন, জাপানের ৭ জন, একজন ভারতীয় ও দু’জন বাংলাদেশি নাগরিক মারা যান।

হলি আর্টিজান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর