Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু


৬ আগস্ট ২০১৯ ২২:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংগৃহীত ও প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মিরপুরে নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে তিন শ্রমিক মারা গেছেন। তারা হলেন, ওয়াসিম (১৯), সোহেল রানা (২৪), সেলিম (১৮)।

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে। মৃতরা মিরপুর ১২ নম্বর সেকশনের ৭নম্বর রোডের একটি নির্মাণাধীন ভবনে কাজ করতেন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম একথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওয়াসিম নামে একজন ঢাকা মেডিকেলে মারা গেছেন। বাকি দুজন স্থানীয় হাসপাতালে মারা যায়। তাদের মৃতদেহ সোহরাওয়ার্দী কলেজ মর্গে রাখা হয়েছে।

মৃত ওয়াসিমের মামা মিজানুর রহমান জানায়, ওই শ্রমিকরা মিরপুর ১২ নম্বর সেকশনের ৭নম্বর রোডের একটি নির্মাণাধীন ভবনের নবম তলায় কাজ করতেন। সেখানেই থাকতেন। দুপুরে ওয়াসিম, সেলিম ও সোহেল ভবনের নয় তলায় বাইরের দিকে মাচা বেঁধে কাজ করছিল। হঠাৎ মাচা ভেঙে তিনজন নিচে পড়ে গুরুতর আহত হয়।

বিজ্ঞাপন

সেখান থেকে ওয়াসিমকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া, সেলিম ও সোহেলকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তারাও মারা যায়।

মৃত ওয়াসিম রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ভবানীপুর গ্রামের শামীম রেজার ছেলে। তবে বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।

নির্মাণাধীন ভবন মিরপুর শ্রমিকের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর