Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুর পলাতক ৬ খুনির প্রতীকী ফাঁসি


৬ আগস্ট ২০১৯ ২৩:১৯

ঢাকা: বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে জড়িত পলাতক ছয় খুনির প্রতীকী ফাঁসি কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ। মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে ও ছাত্রলীগের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বিজ্ঞাপন

প্রতীকী ফাঁসি কর্মসূচির পাশাপাশি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় আলোচকরা পলাতক ছয় খুনিকে দেশে ফিরিয়ে এনে তাদের ফাঁসি কার্যকর করার দাবি জানান। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান।

ডাকসুর স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী আলোচনা সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন।

ছাত্রলীগ টিএসসি ডাকসু ঢা‌বি প্রতীকী ফাঁসি বঙ্গবন্ধু

বিজ্ঞাপন
সর্বশেষ

কোস্ট গার্ডের নতুন ডিজি জিয়াউল হক
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২

সম্পর্কিত খবর