Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ৩৭ ডেঙ্গু রোগী


৭ আগস্ট ২০১৯ ১১:৫৬

বগুড়া: গত ২৪ ঘণ্টায় বগুড়ার বিভিন্ন হাসপাতালে নতুন ৩৭ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এনিয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, মোহাম্মাদ আলী হাসপাতাল, টিএমএসএস হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১১৯ জন রোগী চিকিৎসাধীন।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. ওয়াদুদ জানান, বুধবার (৭ আগস্ট) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের হাসপাতালে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ৯৬ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় ২০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

বিজ্ঞাপন

এছাড়া বর্তমানে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি রয়েছে ১০ জন, ইনডিপেন্টডেন্ট হাসপাতালে পাঁচজন, টিএমএসএস হাসপাতালে তিনজন, সামসুন্নাহার ক্লিনিকে চারজন ও ইসলামী ব্যাংক হাসপাতালে একজন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।

টপ নিউজ ডেঙ্গু রোগী ডেঙ্গুজ্বর বগুড়ায় ডেঙ্গু

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর