সিলেটে ক্রোকারিজ গোডাউনে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি
৭ আগস্ট ২০১৯ ১৭:১২
সিলেট: সিলেটে একটি ক্রোকারিজ গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় গোডাউন থেকে আগুন পাশের একটি কলোনিতে লাগলে ৮টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় কেউ হতাহত না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার (৭ আগস্ট) দুপুর ২টার দিকে সিলেট নগরীর মহাজনপট্টি এলাকার কুশিয়ারা রেস্ট হাউজের পেছনে দুদু মিয়ার কলোনিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সিলেট মহানগরী কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সদস্যরা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বাকিটা তদন্ত করে বোঝা যাবে।
সিলেট মহানগরীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিঞা সারাবাংলাকে বলেন, ‘আগুনে ৮টি টিনশেডের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে ৭০ থেকে ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।
আগুন নিয়ন্ত্রণে ক্রোকারিজ গোডাউনে আগুন ব্যাপক ক্ষয়ক্ষতি সিলেটে অগ্নিকাণ্ড