Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুরে বেতন-ভাতার দাবিতে পোশাক শ্রমিকদের অবরোধ


৭ আগস্ট ২০১৯ ২০:০০

ঢাকা: মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হল এলাকায় বেতন ভাতার দাবিতে সড়ক অবরোধ করে রেখেছেন পোশাক শ্রমিকরা।

বুধবার (৭ আগস্ট) বিকেল ৩টায় পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখেন। এখনও সেখানে শ্রমিকদের অবরোধ কর্মসূচি চলছে।

সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) তাহসীনা আরিফ সারানবাংলাকে জানান, শ্রমিকেরা এখনও রাস্তা অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বিজিএমইএ এর কর্তৃপক্ষের আশ্বাস না পেলে তারা আন্দোলন চালিয়ে যাবেন। আন্দোলনের কারণে মিরপুরের উভয় সড়ক, টেকনিক্যাল মোড়, সংসদ ভবন এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

মিরপুরে জোন পুলিশের ডিসি মোশতাক আহমেদ জানান, বেতন-ভাতার দাবিতে রাপা ফ্যাশনের কর্মীরা বিকেল ৩টার দিকে রাস্তায় নেমে আসেন। বিষয়টির সমাধানে ওই কারখানা কর্তৃপক্ষ ও বিজিএমইএ’র সভাপতির সঙ্গে কথা বলা হয়। বিজিএমইএ’র পক্ষ থেকে বলা হয়েছে-আগামীকালের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে।

ডিসি আরও বলেন, ‘বিক্ষুব্ধ শ্রমিকরা এখনও অবরোধ অব্যাহত রেখেছেন। তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরানোর চেষ্টা চলছে।’

পোশাক শ্রমিক বেতন-ভাতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর