Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেবাচিমে বাড়ছে ডেঙ্গু রোগী, চিকিৎসক সংকট


৭ আগস্ট ২০১৯ ২০:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে ডেঙ্গুতে আক্রান্ত নতুন রোগী ভর্তি হয়েছেন ৬৯ জন। তবে হাসপাতালে চিকিৎসক সংকট থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের। একাধিক পদ শূণ্য থাকায় রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরাও।

বুধবার (৭ আগস্ট) বিকেলে সারাবাংলাকে এসব তথ্য জানিয়েছেন শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।

তিনি সারাবাংলাকে জানান, হাসপাতালে ডেঙ্গু রোগের চিকিৎসার উপকরণের কোনো সংকট না থাকলেও তীব্র চিকিৎসক সংকট রয়েছে। পুরোনো পাঁচশ বেডের হিসেব অনুযায়ী, এই হাসপাতালে ২২৪ জন চিকিৎসকের মধ্যে ১০২ জন চিকিৎসকের পদ শূণ্য রয়েছে। যার কারণে হাসপাতালের চিকিৎসকরা অক্লান্ত পরিশ্রম করে রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু ক্রমেই ডেঙ্গু রোগী বৃদ্ধি পাওয়ায় রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। এই কারণে দ্রুত চিকিৎসক সংখ্যা বাড়ানো দরকার।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, গত ১৬ জুলাই থেকে এখন পর্যন্ত এই হাসপাতালে ৪৪৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। বর্তমানে এই হাসপাতালে ২২৪ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।

২৪ ঘন্টায় আক্রান্ত ৬৯ চিকিৎসক সংকট বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা