Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫৫ হাজার টাকা ছাড়ালো স্বর্ণের ভরি


৮ আগস্ট ২০১৯ ০১:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আন্তর্জাতিক বাজারে ক্রমশ বাড়ছে স্বর্ণের দাম। দুদিনের ব্যবধানে তাই ভরিতে আবারও স্বর্ণের দাম বাড়লো ১ হাজার ১৬৬ টাকা। ফলে এখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়বে ৫৫ হাজার ৬৯৫ টাকা। এর আগে ছিল ৫৪ হাজার ৫২৯ টাকা।

বুধবার (৭ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এই দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার থেকে এই নতুন দর কার্যকর হবে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  আন্তর্জাতিক বাজারে ক্রমাগত স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। ফলে দেশীয় বুলিয়ান মার্কেটে স্বর্ণের দাম বাড়ায়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাংলাদেশ জুয়েলার্স সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিজ্ঞাপন

নতুন দাম অনুযায়ী, বৃহস্পতিবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ ৫৫ হাজার ৬৯৫ টাকায় বিক্রি হবে। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৫৩ হাজার ৩৬২, ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ৪৮ হাজার ৩৪৭ টাকায় বিক্রি হবে।

এছাড়া সনাতন পদ্ধতিতে স্বর্ণ আগের দামে অর্থাৎ ২৭ হাজার ৯৯৩ টাকা আর ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম বাড়িয়ে ১ হাজার ১৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে  এর আগে আন্তর্জাতিক বাজারে বর্তমানে গত এক দশকের মধ্যে স্বর্ণের দাম সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে মঙ্গলবার স্বর্ণের দাম বাড়ায় বাজুস। তার আগে ২৪ জুলাই দাম বাড়ানো হয়।

বাড়তি দাম স্বর্ণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর