Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাশ্মীর ইস্যুতে জাতিসংঘের ‘গভীর উদ্বেগ’


৮ আগস্ট ২০১৯ ১২:০৪ | আপডেট: ৮ আগস্ট ২০১৯ ১২:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত অধিকৃত কাশ্মীরের জনগণের ‘স্পেশাল স্ট্যাটাস’ বা বিশেষ অধিকার তুলে নেওয়ার পর সেখানকার বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। ভারতের এই পদক্ষেপ সেখানকার মানবিক পরিস্থিতির বিপর্যয় ঘটাবে বলেও উল্লেখ করা হয়েছে।

জাতিসংঘের মুখপাত্র টেলিযোগাযোগ বিচ্ছিন্ন, রাজনৈতিক সভাসমাবেশে নিষেধাজ্ঞা ও রাজনৈতিক নেতাদের গৃহবন্দির বিষয়টি উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছেন।

গত রোববার (৪ আগস্ট) থেকে কাশ্মীরে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

ব্রিটিশ সাংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কাশ্মীরি জনগণ যারা দেশের অন্যান্য এলাকাগুলোতে রয়েছে তারা কাশ্মীরে প্রবেশ করতে পারছে না। স্থানীয় নেতাদেরও গৃহবন্দি করে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে বিবিসি জানিয়েছে, সেখানকার জনগণ প্রতিবাদ করার প্রস্তুতি নিচ্ছেন এবং ভারতীয় সেনািবাহিনীর দিকে ইট-পাটকেল ছুড়ছে।

কাশ্মীর

বিজ্ঞাপন

লড়াই শেষ হয়নি: নাহিদ
২ জুলাই ২০২৫ ১৮:৩২

আরো

সম্পর্কিত খবর