ভবনে এডিসের লার্ভা: মন্ত্রী-মেয়রের উপস্থিতিতে রূপায়নকে জরিমানা
৮ আগস্ট ২০১৯ ১৭:৫০
ঢাকা: ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় মন্ত্রী-মেয়রের উপস্থিতিতে রূপায়নকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে রাজধানীর বেইলি রোড়ে রূপায়নের নির্মাণাধীন ‘স্বপ্ন নিলয়’ বিল্ডিংয়ে এই জরিমানা করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানের সময় ঘটনাস্থলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলাম এবং ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন উপস্থিত ছিলেন।
উত্তম কুমার রায় বলেন, ‘ডিএসসিসির একটি আভিযানিক টিম রূপায়নের নির্মাণাধীন স্বপ্ন নিলয় নামের ভবনে অভিযানে যায়। সেখানে এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
সারাবাংলা/এসএইচ/এমও