Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বেতন-বোনাস নিয়ে পোশাক শ্রমিকদের অসন্তোষ নেই’


৮ আগস্ট ২০১৯ ১৮:১৬

ফাইল ছবি

ঢাকা: ঈদুল আজহাকে সামনে রেখে বেতন-বোনাস নিয়ে তৈরি পোশাক শ্রমিকদের মধ্যে অসন্তোষ নেই বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৮ আগস্ট) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে বিজিএমইএ’র সদস্যভুক্ত চলমান কারখানা প্রায় ৩ হাজার ৪০০টি। এর মধ্যে ৯৫ শতাংশ কারখানায় শ্রমিকদের বোনাস পরিশোধ করা হয়েছে। ঈদের আগে বাকি পাঁচ শতাংশও পরিশোধ হবে।

বিজ্ঞাপন

এদিকে, বিজিএমইএ কারখানাগুলো শ্রমিকদের জুলাই মাসের বেতন বৃহস্পতিবার ও শুক্রবার ছুটির দিন পরিশোধ করবে।

পাশাপাশি বিকেএমইএ জানিয়েছে, তাদের সদস্যভুক্ত চলমান কারখানার সংখ্যা ১ হাজার ৮৩টি। এখন পর্যন্ত শতকরা ৯২ শতাংশ কারখানা শ্রমিকদের বোনাস দেওয়া হয়েছে। বাকিগুলোও ঈদের আগেই পরিশোধ করা হবে। বিকেএমইএ’র সদস্যভুক্ত কারখানাগুলোর শ্রমিকদের জুলাই মাসের বেতনও প্রায় ৫০ শতাংশ দেওয়া হয়েছে।

কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের কর্মকর্তারা ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের তৈরি পোশাক শিল্প কারখানা পরিদর্শন করেছেন। তারা জানান, বেতন-বোনাস নিয়ে এখন পর্যন্ত পরিবেশ পরিস্থিতি সন্তোষজনক।

ঢাকার উপ-মহাপরিদর্শক আহমেদ বেলাল এবং গাজীপুরের উপ-মহাপরিদর্শক মো. ইউসুফ আলী জানিয়েছেন, বিজিএমইএ ও বিকেএমইএ বোনাস দেওয়ার যে হারের কথা বলেছেন সে হার কিছুটা কম। বাকি শ্রমিকদের বেতন দ্রুতই পরিশোধ করবেন বলে মালিকরা জানিয়েছেন।

উল্লেখ্য, বিজিএমইএ তাদের পোশাক কারখানাগুলোর শ্রমিকদের ছুটি ১০ এবং ১১ আগস্ট দুই ধাপে প্রদানের ঘোষণা দিয়েছে। শ্রমিকদের বেতন-বোনাস প্রদানের সুবিধার্থে ১০ আগস্ট শুক্র এবং ১১ আগস্ট শনিবার শিল্প এলাকার ব্যাংক খোলা থাকবে।

বিজ্ঞাপন

পোশাক কারখানা বেতন-বোনাস

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর