Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নৈরাজ্য-হয়রানি ছাড়া ঈদে আর কোনো উপহার নেই’


৮ আগস্ট ২০১৯ ১৮:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: পশুবাহী ট্রাক ও ফিটনেসহীন বাস থেকে চাঁদাবাজির কারণে রাজধানীর প্রবেশমুখসহ সারাদেশের সড়ক ও মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ’ আয়োজিত ‘ঈদ যাত্রায় ভাড়া নৈরাজ্য ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন’ কর্মসূচিতে নেতারা এ অভিযোগ করেন।

যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি রিয়াদ হোসেন বলেন, ‘ঈদকে কেন্দ্র করে বাস, লঞ্চ ও বিমানপথে সারাদেশে ভাড়া ডাকাতি চললেও প্রশাসন ও যথাযথ কর্তৃপক্ষ তেমন কোনো ব্যবস্থা নিচ্ছে না। অন্যদিকে হাজার হাজার ফিটনেসহীন ট্রাকে পশু বহন করা হচ্ছে। তাছাড়া বর্ষায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার না করায় যানবহনের গতি কমার পাশাপাশি দুর্ঘটনা ঘটছে। এতে করে তীব্র যানজটে ভোগান্তি পোহাতে হচ্ছে ঈদে ঘরমুখো মানুষদের।’

বিজ্ঞাপন

সংগঠনের সাধারণ সম্পাদক আরমান হোসেন পলাশ বলেন, ‘পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পরিবহন মালিক ও শ্রমিকদের যৌথসভায় এবার ঈদে বন্যা ও ডেঙ্গুর কারণে ভাড়া না বাড়ানোর আহ্বান জানিয়েছেন। মন্ত্রীর এই আহ্বান পরিবহন সেক্টর যদি পালন করে, তাহলে যাত্রীরা ভাড়া নৈরাজ্য থেকে রেহাই পাবে। কিন্তু এখনও ঘরমুখো মানুষদের গুণতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। আমরা আশা করবো এ বিষয়ে আইন কার্যকর করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।’

তিনি আরও বলেন, ‘প্রতি বছরই ঈদকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অনেকের ঈদ আনন্দ কান্নায় পরিণত হয়। বেপরোয়া গাড়ি চালিয়ে যারা দুর্ঘটনায় ঘটায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।’

সংগঠনের সভাপতি রিয়াদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরমান হোসেন পলাশের পরিচালনায় বক্তব্য রাখেন- সংগঠনের সহ সভাপতি সাদেকুর মিয়া তালুকদার, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ, সোস্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম, জাগো গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি বাহারানে সুলতান বাহার, গ্রামীণ টেলিকম শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদসহ প্রমুখ।

সারাবাংলা/ওএম/এমও

চাঁদাবাজি ফিটনেসহীন বাস সড়ক-মহাসড়ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর