Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলের মির্জাপুরে ডেঙ্গুতে যুবকের মৃত্যু


৮ আগস্ট ২০১৯ ১৯:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরিফ হোসেন কাজল (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার উয়ার্শী ইউনিয়নের খৈলসিন্দুর গ্রামের আলম মিয়ার ছেলে। বুধবার (৭ আগস্ট) রাতে চিকিৎসাধীন অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালের এম এম এ ওয়ার্ডে তার মৃত্যু হয়।

জানা যায়, গত রোববার প্রচণ্ড জ্বর অনুভব করলে দ্রুত আরিফকে হাসপাতালে নিয়ে আসা হয়। রক্ত পরীক্ষায় ডেঙ্গু রোগ শনাক্ত হলে তাকে কুমুদিনী হাসপাতালের ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। তবে ভর্তির তিনদিন পর বুধবার রাত ১০ টার দিকে অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরিফের।

রাতেই নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কুমুদিনী কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

এ বিষয়ে কুমুদিনী হাসপাতপালের পরিচালক ডা. প্রদিপ কুমার রায় জানান, গত ০৪ আগস্ট আরিফ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কুমুদিনী হাসপাতালে ভর্তি হয়। পরে বুধবার সন্ধ্যার পর থেকেই কাশের সঙ্গে রক্ত ও বমি হতে থাকে। এ অবস্থায় তার রক্তের প্রয়োজন হলে পরিবারের লোকদের রক্তের ব্যবস্থা করতে বলা হয়। তবে রক্তের ব্যবস্থা করার পূর্বেই আরিফের মৃত্যু হয়। সবশেষ তথ্যে বর্তমানে কুমুদিনী হাসপাতালে ১৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছে।

এদিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক নারায়ন চন্দ্র সাহা জানান, জেনারেল হাসপাতালে এখন পর্যন্ত ১৯৯ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন। এরমধ্যে ১৩১ জন চিকিৎসা নিয়ে চলে গেছেন। বর্তমানে ৬৮ জন রোগী ভর্তি আছেন।

টাঙ্গাইল ডেঙ্গু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর