‘৬৪ জেলায় ডেঙ্গু প্রতিরোধে সেল গঠন করেছে আ.লীগ’
৮ আগস্ট ২০১৯ ২০:৩০
ঢাকা: দেশের ৬৪টি জেলায় ডেঙ্গু প্রতিরোধে সেল গঠন করেছে আওয়ামী লীগ। একই সঙ্গে দলটির পক্ষ থেকে ঢাকার বেশ কয়েকটি হাসপাতালে ডেঙ্গু চিকিৎসা কার্যক্রমও পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা সেলের আহ্বায়ক ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকালে প্রেসক্লাবে ‘ডেঙ্গু প্রতিরোধ সেল’ আয়োজিত এক সভায় বিএমএ সভাপতি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে থাকার সময়ও ডেঙ্গুর বিষয়ে নিয়মিত দিক নির্দেশনা দিয়েছেন। খোঁজ নিয়েছেন। আমাদের প্রতিরোধ সেল সর্বাত্মক চেষ্টা করছে। জন সচেতনতা তৈরি করছে। যারা ইতোমধ্যেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তাদের সহায়তাও দেওয়া হচ্ছে।’
ডেঙ্গু রোগের সঙ্গে প্রকৃতির যোগাযোগ রয়েছে জানিয়ে এই নেতা বলেন, ‘আমরা সবাই মিলে যদি একযোগে দায়িত্ব পালন করি তাহলে এই রোগটি নিয়ন্ত্রণ সম্ভব। নিজ নিজ বাড়ির আঙ্গিনা যদি পরিস্কার রাখা যায়, স্থানীয় জন প্রতিনিধিরা যদি সারা বছর খাল, নর্দমা, ড্রেন, ঝোঁপঝাড় পরিস্কার রাখেন তাহলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব।’
সাবেক এই সংসদ সদস্য আরও বলেন, ‘কেবল আমাদের দেশে নয়, বিশ্বের প্রায় ১২৬টি দেশে ডেঙ্গু বিস্তার লাভ করেছে। সাম্প্রতিক সময়ে ফিলিপাইন, থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরসহ অনেক দেশে এটির মারাত্মক প্রকোপ বেড়েছে। ডেঙ্গু এই মুহূর্তে আমাদের জন্য জাতীয় সমস্যায় রূপ নিয়েছে।’
সারা দেশে এখনো পর্যন্ত বত্রিশ হাজারের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন জানিয়ে মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, ‘ডেঙ্গু জ্বরে মারা গেছেন ২৩ জন, এদের মধ্যে ৩ জন চিকিৎসক। আরও ৬ জন চিকিৎসক এবং একজন নার্স ডেঙ্গুতে মারা গেছেন বলে আমরা ধারণা করছি। আমরা তাদের সবার আত্মার শান্তি কামনা করছি। যারা অসুস্থ আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।’
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে ২ হাজার ৩২৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।