চট্টগ্রাম ব্যুরো: জালিয়াতির মাধ্যমে বেসরকারি ইস্টার্ন ব্যাংক থেকে গ্রাহকের প্রায় অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগে ওই ব্যাংকের এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ থেকে মো. ইফতেখারুল কবির নামের ওই কর্মকর্তাকে গ্রেফতার করা হয়।
ইফতেখারুল কবির (৩৬) ইস্টার্ন ব্যাংকের নগরীর ও আর নিজাম রোড শাখার প্রাইওরিটি ব্যাংকিংয়ের ম্যানেজার।
নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) মিজানুর রহমান সারাবাংলাকে জানান, ইফতেখারুল কবির বেশ কয়েকজন গ্রাহকের হিসাব নম্বর থেকে জালিয়াতির মাধ্যমে ৪৯ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন।
নগরীর চান্দগাঁও থানায় দায়ের হওয়া দু’টি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।