Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধীরগতিতে চলছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যানবাহন


৯ আগস্ট ২০১৯ ১২:৫১

ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়ে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলছে ধীরগতিতে। এছাড়া চলমান বিআরটি প্রকল্পের কাজ ও সড়কের বিভিন্ন স্থানে ছোট বড় গর্ত থাকায় এ অবস্থা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার (৯ আগস্ট) সকাল থেকে ঘরমুখো মানুষের চাপ বেড়ে যাওয়ার পাশাপাশি যানবাহনের আধিক্যের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা, বোর্ডবাজার, গাজীপুরা এবং টঙ্গীসহ বিভিন্ন পয়েন্টে যানবাহন চলছে ধীরগতিতে।

বিজ্ঞাপন

এছাড়া চলমান বিআরটি প্রকল্পের কাজ, সড়কে খোঁড়াখুঁড়ি এবং বিভিন্ন স্থানে ছোট বড় গর্ত সৃষ্টি হওয়ায় গাড়ি স্বাভাবিক গতিতে চলছে না। যানজট নিরসনে জেলার হাইওয়ে পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, কমিউনিটি পুলিশ এবং সিটি কর্পোরেশনের স্বেচ্ছাসেবক কাজ করছে।

ঘরমুখো মানুষ ঢাকা-ময়মনসিংহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর