Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় শজিমেক সহ বিভিন্ন হাসপাতালে ১২৭ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন


৯ আগস্ট ২০১৯ ১৩:২৫

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) ও বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে নতুন ২৪ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে মেডিকেল কলেজ, মোহাম্মাদ আলী ও টিএমএসএস হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিক ও স্বাস্থ্য কমপ্লেক্সে ১২৭ জন রোগী চিকিৎসাধীন আছেন বলে জানা যায়।

শুধু শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসাধীন ১০১ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

বিজ্ঞাপন

বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ১০১ জন, মোহাম্মদ আলী হাসপাতালে ৬ জন, ইনডিপেন্টডেন্ট হাসপাতালে ৩ জন, টিএম এসএস হাসপাতালে ৬ জন, সামসুন্নাহার ক্লিনিকে ৫ জন, ইসলামী হাসপাতালে ১ জন, ডক্টোরস ক্লিনিক-২ এ রয়েছের ৪ জন, সিটি ক্লিনিকে ১ জন সহ ১২৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

বগুড়ার সিভিল সার্জন ডাঃ গওসুল আজীম এ তথ্য নিশ্চিত করে বলেছেন, বগুড়ায় ডেঙ্গু পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। হাসপাতাল ক্লিনিকগুলো সর্তক অবস্থায় আছে।

ডেঙ্গু রোগী বগুড়া শজিমেক

বিজ্ঞাপন

নতুন বার্সেলোনায় মুগ্ধ মেসি
২৩ নভেম্বর ২০২৪ ১০:৫৫

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর