নিউজিল্যান্ডে ২০০ কেজি মেথামফেটামিন জব্দ
৯ আগস্ট ২০১৯ ১৬:১০
নিউজিলান্ডের অকল্যান্ডে একটি আবাসিক ভবন থেকে ২০০ কেজি মেথামফেটামিন (মেথ) জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে শুক্রবার (৯ জুলাই) দুইজন ব্রিটিশ নাগরিককে গ্রেফতার করা হয়েছে। নিউজিল্যান্ড পুলিশের বরাতে এ খবর জানিয়েছে এ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
পুলিশ জানায়, অপারেশন এসেক্সের অধীনে তারা নিউজিল্যান্ডে বিদেশি অপরাধচক্রের কার্যক্রম নির্মূলে কাজ করছে। তার অংশ হিসেবে এই বিপুল পরিমাণ মাদকের খোঁজে অভিযান চালালে একটি আবাসিক অ্যাপার্টমেন্টের কার্ডবোর্ড ভেঙ্গে প্যাকিং বাক্সের ভেতর ২০০ কেজি মেথামফেটামিন পাওয়া যায়। যার বাজার মূল্য ৯৩ মিলিয়ন মার্কিন ডলার।
এ ঘটনায় জড়িত সন্দেহে ঐ অ্যাপার্টমেন্ট এবং অকল্যাণ্ড বিমান বন্দর থেকে দুই জন ব্রিটিশ নাগরিককে গ্রেফতার করা হয়। তারা দুজনেই বিক্রির উদ্দেশ্যে মেথামফেটামিন উৎপাদনের অভিযোগে জেলে আছেন।
নিউজিল্যান্ডের মতো জনবিচ্ছিন্ন একটি অঞ্চলে পৃথিবীর অন্যান্য অঞ্চলের তুলনায় চড়া দামে মেথামফেটামিন বিক্রি করা হয়ে থাকে।
এখন পর্যন্ত নিউজিল্যান্ডে মেথামফেটামিনের সবচেয়ে বড় চালান এটি।
এরআগে, জলপথে তাসমানিয়া দ্বীপ থেকে অস্ট্রেলিয়া যাওয়ার সময় অকল্যান্ড সৈকতের ১০০ কিলোমিটার জুড়ে কোকেন ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছিল।
অকল্যান্ড অস্ট্রেলিয়া তাসমানিয়া নিউজিল্যান্ড ব্রিটিশ মেথামফেটামিন