Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অল্পের জন্য প্রাণে বাঁচলেন মোদির স্ত্রী


৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৩৭ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:০৬

সারাবাংলা ডেস্ক

সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্ত্রী যশোদাবেন। তিনি একটি প্রাইভেট গাড়িতে করে উনহা গুজরাট নামক স্থানে যাচ্ছিলেন। একটি ট্রাকের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। এসময় গাড়িতে থাকা একজন নিহত হন।

বুধবার রাজস্থানের চিত্তরগড় এলাকা থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে কোটা-চিত্তর মহাসড়কে এই দুর্ঘটনা হয়। এ ঘটনায় বাসন্তি ভাই নামে একজন নিহত এবং গাড়ির চালক জয়েন্দ্র গুরুতর আহত হন। মোদির স্ত্রীসহ গাড়িতে সাত জন ছিলেন। তারা সবাই যশোদাবেনের আত্মীয়।

চিত্তরগড়ের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট সুরেশ কার্তিক বলেন, ‘যশোদাবেন সুস্থ আছেন। তিনি এখন ভালো বোধ করছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

যশোদাবেনের সঙ্গে মোদির বিয়ে হয়েছিল মাত্র ১৭ বছর বয়সে। কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সংস্পর্শে গিয়ে মোদি সংসার ত্যাগ করেন।

পরে দীর্ঘ ৪৫ বছর পর নরেন্দ্র মোদি তার স্ত্রীকে স্বীকৃতি দেন। গুজরাটের ভদোদরা আসনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মোদি নিজের স্ত্রীর নাম লেখেন যশোদাবেন।

 

সারাবাংলা/এনএস

নরেন্দ্র মোদি মোদি মোদির স্ত্রী যশোদাবেন