শিক্ষকের বাসায় তথ্যমন্ত্রী
৯ আগস্ট ২০১৯ ২৩:২৯
চট্টগ্রাম ব্যুরো: চার দশক আগে পড়েছিলেন যে শিক্ষকের কাছে, বাসায় গিয়ে সেই শিক্ষকের সঙ্গে দেখা করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সত্তরের দশকে চট্টগ্রাম শহরের সরকারি মুসলিম হাই স্কুলে ইংরেজির শিক্ষক মোহাম্মদ ইসহাকের কাছে পড়েছিলেন তিনি। চার দশক পর বাসা খুঁজে সেই শিক্ষকের কাছে গেলেন তথ্যমন্ত্রী।
শুক্রবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১১টায় নগরীর বায়েজিদ এলাকায় মোহাম্মদ ইসহাকের বাসায় যান তথ্যমন্ত্রী। প্রায় আধাঘন্টারও বেশি সময় তিনি শিক্ষকের বাসায় কাটান।
তথ্যমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাসায় তথ্যমন্ত্রীকে পেয়ে শিক্ষক মোহাম্মদ ইসহাক আবেগাপ্লুত হয়ে পড়েন। মন্ত্রী তাঁর পা ছুঁয়ে সালাম করেন। শিক্ষক মোহাম্মদ ইসহাক মন্ত্রীর কাছে তার সন্তানের খোঁজখবর নেন এ সময়। দেশের শিক্ষাব্যবস্থা নিয়েও দু’জনের মধ্যে কথোপকথন চলে।
এ সময় তথ্যমন্ত্রী বলেন, ‘ইসহাক স্যার সে সময় সাইকেল নিয়ে চট্টগ্রাম শহরে ছাত্রছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতেন। স্যারের মতো গুণী শিক্ষকরা তাদের মেধা, প্রজ্ঞা ও অভিজ্ঞতা দিয়ে দেশে আলোকিত মানুষ তৈরিতে অসামান্য অবদান রেখেছেন। স্যারের অসামান্য অবদান ভুলে যাওয়ার নয়। এ গুণী শিক্ষক তাঁর সৃষ্টি ও কর্মের মধ্যে যুগ যুগ ধরে বেঁচে থাকবেন।’
মন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে সাংগঠনিক কাজ নিয়ে ব্যস্ততার মধ্যেও হাছান মাহমুদ খোঁজ নিয়ে বাসায় যাওয়ায় কৃতজ্ঞতাও জানান তিন দশকেরও বেশি সময় ধরে শিক্ষকতায় থাকা ৮০ বছর বয়েসী মোহাম্মদ ইসহাক।
১৯৭৮ সালে সরকারি মুসলিম হাইস্কুল থেকে এসএসসি পাস করেন হাছান মাহমুদ। ১৯৬৫ সাল থেকে শিক্ষকতার পর ১৯৯৪ সালে অবসরে যান মোহাম্মদ ইসহাক।
শিক্ষকের বাসায় তথ্যমন্ত্রীর সঙ্গে যান তার সহপাঠী জামাল নাসের চৌধুরী ও এস এম ইলিয়াছ দুলাল।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ শিক্ষকের বাসায় তথ্যমন্ত্রী স্কুল শিক্ষকের বাসায় তথ্যমন্ত্রী