Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে ডেঙ্গুতে একজনের মৃত্যু


১০ আগস্ট ২০১৯ ০০:৩৯ | আপডেট: ১০ আগস্ট ২০১৯ ০০:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশাল: বরিশালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মজিবুর রহমান (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি বরগুনা জেলার সদরের চর কলোনী এলাকার হাসেম মোল্লার ছেলে।

শুক্রবার (৯ আগস্ট) দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছে।

ডা. বাকির হোসেন সারাবাংলাকে জানান, মজিবুর রহমান বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মুমূর্ষু অবস্থায় বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ১১টায় শেবাচিম হাসপাতালে ভর্তি হন। এরপর বেলা ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে হাসপাতালটিতে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল তিনজনে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, হাসপাতালটিতে ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন ৮৪ জন। বর্তমানে শেবাচিম হাসপাতালে ২৭৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে পুরুষ ৫১ জন, নারী ২২ জন ও  ১১ জন শিশু। আর ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬৬ জন রোগী।

২৪ ঘণ্টায় ভর্তি ৮৪ বরিশালে ডেঙ্গুতে একজনের মৃত্যু শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল(শেবাচিম)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর