নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় তসলিম হোসেন (৩৫) নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। মৃত তসলিম নোয়াখালী জেলার চাটখিল উপজেলার আব্দুর রবের ছেলে। তিনি রাজধানীর কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় বসবাস করতেন।
শুক্রবার (৯ আগস্ট) নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় দুপুর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টায় তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তসলিমের বোন পারভীন আক্তার সারাবাংলা জানান, আইসিবি ব্যাংকের কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন তসলিম। দুপুরে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে চিটাগং রোড যাচ্ছিলেন ডাচ-বাংলা ব্যাংকে টাকা জমা দিতে। পরে শুনতে পারি সে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছে। স্থানীয়রা আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে বিকেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।