Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও ‘স্বল্প পাল্লা’র ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া


১০ আগস্ট ২০১৯ ০৯:৪২ | আপডেট: ১০ আগস্ট ২০১৯ ১০:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপান সাগরের উদ্দেশে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। যদিও এ দুটিই নিক্ষেপ করা হয়েছে সমুদ্র লক্ষ্য করে তবু সাম্প্রতিক সময়ের মধ্যে এটি তাদের পঞ্চম হামলা।

দক্ষিণ হ্যামইয়ং প্রদেশের হ্যামহাং শহরের পূর্ব প্রান্ত থেকে এই ক্ষেপণাস্ত্র দুটি নিক্ষেপ করা করা। ক্ষেপণাস্ত্র দুটি গিয়ে পড়ে জাপান সাগরে অবস্থিত কোরিয় উপদ্বীপের কাছে। ভূমি থেকে ৪৮ কিলোমিটার ওপর দিয়ে ৪০০ কিলোমিটার পথ পেরিয়ে এগুলো গিয়ে পড়ে জাপান সাগরে।

শুক্রবার স্থানীয় সময় ভোর ৫ টা ৩৪ মিনিটে ও ৫টা ৫০ মিনিটে ক্ষেপণাস্ত্র দুটি নিক্ষেপ করা হয়।

দক্ষিণ কোরিয়া সেনাবাহিনীর দাবি, উত্তরের ছোঁড়া ক্ষেপনাস্ত্র দুটি স্বল্প পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র।

বিজ্ঞাপন

বিবিসির প্রদিবেদনে বলা হয়েছে, স্বল্প মাত্রার হলেও এই হামলা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১১ নম্বর অনুচ্ছেদের লঙ্ঘণ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের কাছ থেকে ‘খুব সুন্দর’ একটি চিঠি পেয়েছেন বলে ঘোষণা দেওয়ার পরপরই এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটলো। তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়ার আয়োজন করায় কিম জং উন অসন্তুষ্ট হয়েছেন।
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার বিষয়ে শুরু থেকেই নিজেদের অষন্তোষের কথা জানিয়ে আসছিলো উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়া ক্ষেপনাস্ত্র হামলা টপ নিউজ দক্ষিণ কোরিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর