টাঙ্গাইল: অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধু সেতু থেকে পাকুল্লা পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এই ৪০ কিলোমিটার খুবই ধীরগতিতে থেমে থেমে চলছে যানবাহন।
যানজটের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে দূর পাল্লার যাত্রীদের।
শনিবার (১০ আগস্ট) সকাল পর্যন্ত মহাসড়কের পাকুল্লা, করটিয়া বাইপাস, নগরজলফৈই, রাবনা বাইপাস ও এলেঙ্গায় যানজট দেখা গেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে এ যাবত কালের সর্বোচ্চ সংখ্যক যানবাহন পারাপার হয়েছে বলে জানিয়েছে সেতু কতৃপক্ষ।
বাংলাদেশ সেতু কতৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির জানান, শুক্রবার (৯ আগস্ট) ভোর ছয়টা থেকে শনিবার ভোর ছয়টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৩৬ হাজার ৩৩৭টি যানবাহন পারাপার হয়েছে। যা এ যাবত কালের সর্বোচ্চ।
হাইওয়ে পুলিশের সার্জেন্ট ইফতেখার নাসির রোকন জানান, এলেঙ্গা থেকে মির্জাপুর পর্যন্ত ধীরগতিতে যানবাহন চলাচল করছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে। অতিরিক্ত যানবাহনের পাশাপাশি বঙ্গবন্ধুসেতু থেকে সিরাজগঞ্জের হাটিরকুমড়ার মোড় পর্যন্ত গাড়ি টানতে না পারার কারনে এই যানজটের সৃষ্টি হচ্ছে বলেও জানান তিনি।