Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাটুরিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি


১০ আগস্ট ২০১৯ ১১:৫১ | আপডেট: ১০ আগস্ট ২০১৯ ১২:২৫

মানিকগঞ্জ: যাত্রীবাহী বাস ও ঘরমুখো মানুষের অতিরিক্ত চাপ পড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাটে। ছোট বড় যানবাহনের দীর্ঘ সারি শনিবার (১০ আগস্ট) সকাল পর্যন্ত ১০ কিলোমিটার অতিক্রম করেছে। ফলে সকাল থেকেই ফেরি পারাপার হতে গিয়ে ঘাটে চরম ভোগান্তির শিকার হচ্ছেন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঘরমুখো হাজার হাজার মানুষ। রাতে ঘাটে আটকে পড়া যাত্রীবাহী বাসগুলো বেলা ১১টা পর্যন্ত ফেরি পার হতে পারেনি।

বিজ্ঞাপন

সরেজমিনে পাটুরিয়া ঘাটে গিয়ে দেখা গেছে, যাত্রী ভোগান্তির দৃশ্য। পুরো ঘাট এলাকায় ঈদে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়ে বিপর্যস্ত পাটুরিয়া এলাকা। বেলা ১১টা পর্যন্ত পাটুরিয়া ঘাট থেকে ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার অতিক্রম করেছে।

বেলা ১১টা পর্যন্ত পাটুরিয়া ঘাট থেকে ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার অতিক্রম করেছে। এছাড়া প্রাইভেটকার ও মাইক্রোবাসের সারি প্রায় ৮ কিলোমিটার ছাড়িয়েছে। পাটুরিয়া ঘাটের ট্রাক টার্মিনালে আটকে আছে পণ্যবাহী পাঁচ শতাধিক ট্রাক। সব মিলে পাটুরিয়া ঘাট থেকে ঢাকা-আরিচা মহাসড়ক পর্যন্ত সহস্রাধিক যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে।

সোনার তরী পরিবহনের যাত্রী রাফিকুজ্জামান জিদনি বলেন, ‘শুক্রবার রাত ১২টা থেকে পাটুরিয়া ঘাটে ফেরি পারাপারের অপেক্ষায় আছি। যাব বরগুনা। রাতভর ঘাটে অসহনীয় ভোগান্তির শিকার হলে দেখার কেউ নেই।’

একইবাসের যাত্রী তাহমিনা আক্তার বলেন, ‘এবারের ঈদে দুর্ভোগ অনেক বেশি। ১০ ঘণ্টা পাটুরিয়া ঘাটে বসে আছি, ফেরির কাছেই পৌঁছাতে পারছি না। ঘাট ব্যবস্থাপনা খুবই খারাপ। তাই আমরা এমন ভোগান্তিতে পড়েছি।’

একই বাসের যাত্রী দীপক গায়েন জানান, একদিকে এসি বাসে ৭শ টাকার ভাড়া ১৩শ টাকা অপর দিকে ঘাটে সারারাত বসে থাকতে হয়েছে। শনিবার বেলা ১১টা পর্যন্ত ফেরির দেখা পাইনি। এর আগে এমন দুর্ভোগে পড়তে হয়নি।

সোহাগ পরিবহনের যাত্রী আহসান হাবিব জানান, দুর্ভোগ হবে এটাই স্বাভাবিক কিন্ত এমন দুর্ভোগ এর আগে দেখিনি। প্রায় ৯ ঘণ্টা ঘাটে কাটাতে হয়েছে। দুর্ভোগের পাশাপাশি এখানে খাবারের দাম দ্বিগুণ বেশি নেওয়া হচ্ছে। এ ছাড়া টয়লেট ব্যবস্থা না থাকায় পরিবারের সদস্য নিয়ে অনেক কষ্ট হচ্ছে। এদের মতো দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজার হাজার যাত্রী পাটুরিয়া ঘাটে অবর্ণনীয় ভোগান্তির শিকার হচ্ছেন।

বিজ্ঞাপন

বিআইডাব্লিউটিসি অরিচা অঞ্চলের সহ-ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহন পারাপারের ছোট বড় ১৯টি ফেরি পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চলাচল করছে। সকাল থেকে যানবাহনের অতিরিক্ত চাপ পড়েছে ঘাট এলাকায়। পারাপারের অপেক্ষায় রয়েছে যাত্রীবাহী বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস ও চার শতাধিক ট্রাকসহ সহস্রাধিক যানবাহন। এছাড়া নদীতে স্রোত থাকায় ফেরিগুলো আগের চেয়ে ধীরগতিতে চলছে। ফলে ফেরির ট্রিপ সংখ্যা কমে গেছে।

ঘরমুখো যাত্রী পাটুরিয়া

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর