Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসের ছাদ ও ট্রাক থেকে অতিরিক্ত যাত্রী নামাচ্ছে হাইওয়ে পুলিশ


১০ আগস্ট ২০১৯ ১২:০৮

কুমিল্লা: ঝুঁকি এড়াতে বাসের ছাদ ও ট্রাকের যাত্রীদের নামিয়ে দিচ্ছে কুমিল্লার হাইওয়ে পুলিশ। শুক্রবার (১০ আগস্ট) রাত থেকে এ অভিযান চালানো হচ্ছে।

ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রতিবারের মতো এবারও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে কুমিল্লার বিভিন্ন স্থান থেকে মানুষ বাসের ছাদে বা ট্রাকে চেপে গন্তব্যে যাচ্ছেন। কম ভাড়ার লোভ দেখিয়ে ‘মৌসুমী যাত্রীবাহী’ এসব ট্রাক বা বাসে যাত্রী তোলা হয় ধারণ ক্ষমতার চেয়েও অনেক বেশি। আর অল্প ভাড়ার কারণে এসব বাসের ছাদ এবং ট্রাকে চড়েই জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাজের সন্ধানে কুমিল্লায় আসা খেটে খাওয়া সাধারণ মানুষ।

বিজ্ঞাপন

তবে যাত্রী নিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলা এসব বাস ও ট্রাক দেখলে তা থামিয়ে যাত্রীদের নামিয়ে দিচ্ছেন মহাসড়কের দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশ সদস্যরা।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, এসব বাস ও ট্রাক মহাসড়কে চলতে গিয়ে যে কোনো সময়ই দুর্ঘটনার শিকার হতে পারে। ঘটতে পারে প্রাণহানি। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মতো যাত্রী বহনের অনুমোদনহীন এসব ট্রাক ও বাসের ছাদ থেকে যাত্রীদের নামিয়ে দিওয়া হচ্ছে। যাত্রীদেরও বাসের ভেতরে গন্তব্যে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

ট্রাকে করে ঝুঁকিপূর্ণ যাতায়াত রুখতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ময়নামতি, পদুয়ার বাজার, আলেখারচরসহ বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হচ্ছে।

যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে  ঈদ উপলক্ষে হাইওয়ে পুলিশ দিন রাত ২৪ ঘণ্টা মাঠে রয়েছে বলেও জানান ওসি।

অতিরিক্ত যাত্রী কুমিল্লা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হাইওয়ে পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর