Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শতভাগ কারখানায় বেতন-বোনাস দেওয়া হয়েছে: বিজিএমইএ


১০ আগস্ট ২০১৯ ১৫:৩১

ঢাকা: ঈদ উপলক্ষে শতভাগ পোশাক কারখানায় বেতন-বোনাস দেওয়া হয়েছে বলে দাবি করেছে তৈরি পোশাক মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (১০ আগস্ট) এই দাবি করা করা হয়।

বিজিএমইএ জানায়, তৈরি পোশাক কারখানাগুলোর মধ্যে ২৭৮টি কারখানার বেতন-বোনাস দেওয়ার বিষয়ে ঝুঁকিতে ছিল। বিজিএমইএ এই কারখানাগুলো নিবিড়ভাবে মনিটরিং করে। এছাড়া ৪৭টি কারখানার বেতন-বোনাস বিজিএমইএ’র মাধ্যমে দেওয়া হয়।

বিজ্ঞাপন

বিবৃতিতে বিজিএমইএর পক্ষ থেকে বলা হয়, বেতন-বোনাস দেওয়া হয়নি আমাদের জানামতে এমন কোনো কারখানা নেই। শ্রমিকরা আমাদের পরিবারের অংশ। আত্মীয়-স্বজনদের সঙ্গে ঈদ আনন্দে অংশ নিতে শতভাগ কারখানায় বেতন-বোনাস দেওয়া হয়েছে। পাশাপাশি কারখানাগুলোও ছুটি ঘোষণা করা হয়েছে।

সারাবাংলা/ইএইচটি/একে

পোশাক কারখানা বিজিএমইএ

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর