Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনে টাইফুন ‘লেকিমা’য় ১৩ জনের প্রাণহানি


১০ আগস্ট ২০১৯ ১৬:১৩

চীনে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘লেকিমা’। টাইফুনে এ পর্যন্ত ১৩ জনের মৃত্যুর কথা জানিয়েছে চীন কর্তৃপক্ষ। এছাড়া নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে অন্তত ১০ লাখ মানুষকে। খবর বিবিসির।

স্থানীয় সময় শনিবার (১০ আগস্ট) ভোরে পুরো শক্তিতে লেকিমা বয়ে যায় সাংহাই ও তাইওয়ানে মধ্য দিয়ে। ওয়েংলি এ আঘাত হানে এটি। প্রাথমিকভাবে লেকিমাকে সুপার টাইফুন বলা হলেও এটির গতিসীমা কমেছে। বর্তমানে লেকিমা ঘণ্টায় ১৮৭ কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, ঝড়ের পাশাপাশি হয়েছে বিভিন্ন এলাকায় ভূমিধস। ওয়েনঝুতে ভূমিধসে অন্তত ১৬ জন নিখোঁজ রয়েছেন।

টাইফুন লেকিমা ধীরে ধীরে অগ্রসর হচ্ছে জিজিয়াং প্রদেশের দিকে। এটি সাংহাইতে আঘাত হানতে পারে। লেকিমার আঘাতে অনেক এলাকায় আকস্মিক বন্যা হয়েছে। গাছ উপড়ে পড়েছে। অনেক এলাকা হয়েছে বিদ্যুৎ-বিচ্ছিন্ন।

চীন

বিজ্ঞাপন

খুলনা বিশ্ববিদ্যালয় দিবস আজ
২৫ নভেম্বর ২০২৪ ১০:৫০

আরো

সম্পর্কিত খবর