রাস্তায় কোরবানি না দেওয়ার আহ্বান মেয়র নাছিরের
১০ আগস্ট ২০১৯ ১৬:৪৫
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ৩১৪টি স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে জানিয়ে রাস্তায় কোরবানি না দেওয়ার অনুরোধ করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। একইসঙ্গে তিনি সিটি করপোরেশনের নির্ধারিত স্থানে কোরবানির অনুরোধ করেছেন।
শনিবার (১০ আগস্ট) সকালে জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে ঈদের জামাতের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এসময় মেয়র কোরবানির প্রাণীর শতভাগ বর্জ্য অপসারণ ও নগরীকে পরিচ্ছন্ন রাখার স্বার্থে যততত্র প্রাণী কোরবানি না দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়নে নগরবাসীর সহায়তা প্রত্যাশা করেছেন।
মেয়র আ জ ম নাছির উদ্দীন আরও জানান, শতভাগ কোরবানির বর্জ্য অপসারণ নিশ্চিতে এবারও বিভাগীয় সেল খোলা হয়েছে। সেলের অধীনে সার্বিক দায়িত্ব পালন করবে সিটি করপোরেশনের পরিচ্ছন্ন বিভাগ। নগরীর ৪১ ওয়ার্ডকে চারটি সেলে ভাগ করে চারজন কাউন্সিলরকে সেল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। মেয়র নিজেই সেলের কার্যক্রম মনিটরিং করবেন। আর বর্জ্য ব্যবস্থাপনা স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর শৈবাল দাশ সুমন মাঠপর্যায়ে সার্বিক বিষয় তদারক করবেন।
ঈদের দিন থেকে পরবর্তী তৃতীয় দিন পর্যন্ত বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম চলবে বলেও জানান মেয়র।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী সারাবাংলাকে বলেন, ‘আমরা কোরবানির জন্য ৩১৪টি স্থান ঠিক করে দিয়েছি। যত্রতত্র কোরবানি হলে বর্জ্য অপসারণে সংকট তৈরি হয়। সেজন্য মাননীয় মেয়র মহোদয় নগরবাসীকে অনুরোধ করেছেন যাতে নির্দিষ্ট স্থানে কোরবানিটা করা হয়।’
শফিকুল মান্নান সিদ্দিকী জানিয়েছেন, চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডের মধ্যে ১১টি ওয়ার্ড নিয়ে উত্তর এবং দক্ষিণ, পূর্ব ও পশ্চিম সেলে ১০টি করে ওয়ার্ডকে ভাগ করে দামপাড়ায় খোলা হয়েছে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ। ৪টি সেলের মধ্যে বিবিরহাট, গোসাইলডাঙ্গা, দেওয়ান বাজার ও সরাইপাড়া ওয়ার্ড কার্যালয়ে ৪টি সাব কন্ট্রোল রুম খোলা হয়েছে।
উত্তর সেলের অধীনে ১১টি ওয়ার্ড- ১নং দক্ষিণ পাহাড়তলী, ২নং জালালাবাদ, ৩নং পাঁচলাইশ, ৪নং চান্দগাঁও, ৫নং মোহরা, ৬নং পূর্ব ষোলশহর, ৭নং পশ্চিম শোলকবহর, ৮নং শোলকবহর, ১৫নং বাগমনিরাম, ১৬নং চকবাজার ও ২১নং জামালখান ওয়ার্ড।
দক্ষিণ সেলে ১০টি ওয়ার্ড- ২৩নং উত্তর পাঠানটুলী, ২৭নং দক্ষিণ আগ্রাবাদ, ২৮নং পাঠানটুলী, ২৯নং পশ্চিম মাদারবাড়ি, ৩৬নং গোসাইলডাঙ্গা, ৩৭নং হালিশহর মুনির নগর, ৩৮নং দক্ষিণ মধ্যম হালিশহর, ৩৯নং দক্ষিণ হালিশহর, ৪০নং উত্তর পতেঙ্গা ও ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড।
পূর্ব সেলে ১০টি ওয়ার্ড- ১৭নং পশ্চিম বাকলিয়া, ১৮নং পূর্ব বাকলিয়া, ১৯নং দক্ষিণ বাকলিয়া, ২০নং দেওয়ান বাজার, ৩০নং পূর্ব মাদারবাড়ি, ৩১নং আলকরণ, ৩২নং আন্দরকিল্লা, ৩৩নং ফিরিঙ্গী বাজার, ৩৪নং পাথরঘাটা ও ৩৫নং বক্সিরহাট ওয়ার্ড।
পশ্চিম সেলে ১০টি ওয়ার্ড- ৯নং উত্তর পাহাড়তলী, ১০নং উত্তর কাট্টলী, ১১নং দক্ষিণ কাট্টলী, ১২নং সরাইপাড়া, ১৩নং পাহাড়তলী, ১৪নং লালখান বাজার, ২২নং এনায়েত বাজার, ২৪নং উত্তর আগ্রাবাদ, ২৫নং রামপুর ও ২৬নং উত্তর হালিশহর ওয়ার্ড।