কক্সবাজার: কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে স্রোতে ভেসে যাওয়া তিন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। শনিবার (১০ আগস্ট) দুপুরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এদিন দুপুর ১২টার দিকে সৈকতের লাবণী পয়েন্টে আট বন্ধু গোসল করতে নেমে ৫ জন স্রোতে ভেসে যায়। তাদের মধ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) দুই ছাত্র মো. রফিক ও আরিফুল ইসলাম এখনো নিখোঁজ রয়েছে।
তাদের বন্ধু কেফায়েত সারাবাংলাকে জানান, তাদের বাড়ি কক্সবাজার শহরে। ঈদের ছুটিতে বাড়িতে এসেছেন তারা। সকাল সাড়ে ১০টার দিকে আট বন্ধু লাবণী পয়েন্টে গোসল করতে নেমেছিলেন। দুপুর ১২টার দিকে পাঁচজন স্রোতে ভেসে যায়। তাদের মধ্যে তিনজনকে উদ্ধার করা হয়েছে।
কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সূত্রধর জানান, নিখোঁজ দুই জনকে উদ্ধারে ফায়ার সার্ভিস, লাইফগার্ড, বিচকর্মী ও ট্যুরিস্ট পুলিশের সমন্বিত অভিযান চালাচ্ছে।