Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে যুব ইউনিয়নের পথসভা


১০ আগস্ট ২০১৯ ২২:২২

চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে লিফলেট বিতরণ ও পথসভা করেছে যুব ইউনিয়ন। শনিবার (১০ আগস্ট) বিকেলে নগরীর বিভিন্নস্থানে এসব পথসভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, জেলা যুব ইউনিয়নের সভাপতি রিপায়ন বড়ুয়া, সাধারণ সম্পাদক উজ্জ্বল শিকদার ও সদস্য সুব্রত ধর মিঠু, সুনন্দন সুইট, রুপন কান্তি ধর, রাশিদুল সামির।

যুব ইউনিয়নের নেতারা বলেন, ‘রাজধানীতে ডেঙ্গু রোগ মহামারী আকার ধারণ করেছে। চট্টগ্রামেও ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। ডেঙ্গু রোগ নির্ণয়ে চট্টগ্রামের হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে প্রয়োজনীয় সরঞ্জামের সংকট আছে।’ নগরীতে মশা নিধনে সিটি কর্পোরেশনসহ সরকারী প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা নেই বলেও জানান তারা।

এসময় সব সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য ওয়ান স্টপ সেন্টার চালুর দাবি জানান যুব ইউনিয়নের নেতারা।

যুব ইউনিয়ন লিফলেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর